News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ২০ মার্চ ২০১৫
আপডেট: ২২:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

নির্ধারিত সময়ে পরীক্ষার দাবিতে মানববন্ধন

নির্ধারিত সময়ে পরীক্ষার দাবিতে মানববন্ধন

ঢাকা: রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্ধারিত সময়ে ইংরেজি মাধ্যম EDEXCEL, IGCSE এবং  A-LEVEL, CAMBRIDGE, O-LEVEL,  A-LEVEL পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষা হবে কি না এ নিয়ে উদ্বিগ্ন অভিভাকরা। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানান তারা ।

 শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন এবং পরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  ‘শিক্ষা আমাদের অধিকার এবং নির্ধারিত সময়ে পরীক্ষা দেওয়ার দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে অভিভাবকরা এ দাবি জানান।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, “পৃথিবীর বহু দেশে এক সাথে EDEXCEL, IGCSE এং A-LEVEL, CAMBRIDGE, O-LEVEL,  A-LEVEL পরীক্ষা  অনুষ্ঠিত হয়। ফলে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য পরীক্ষা পেছানো সম্ভব নয়। কিন্তু হরতার অবরোধের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করে দিতে পারে। পরীক্ষা বাতিল হলে আমাদের বাচ্চারা ৬ মাস থেকে ১ বছর পিছিয়ে যাবে।”

অভিভাবকরা আরও বলেন, “পরীক্ষা দিতে না পারলে আমাদের সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। একই সাথে আমরাও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখিন হবো।”

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনীল সাহ, সুলতানা কানিজ ফাতেমা, লুৎফুন নেসা, সোহেল কবীর, আদবী শাহীন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ /কেজেএইচ  





নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়