শিক্ষার উন্নয়নে ডিএইচএল-টিচ ফর বাংলাদেশ চুক্তি
ঢাকা: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বের শীর্ষস্থানীয় পোস্টাল ও লজিস্টিক গ্রুপ ডয়েচ পোস্ট ডিএইচএল গ্রুপ (ডিপিডিএইচএল) এবং টিচ ফর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে।
সোমবার এ চুক্তি সম্পন্ন হয়। এ চুক্তির আওতায় ডয়েচ পোস্ট ডিএইচএল কর্মীরা স্বপ্রণোদিতভাবে টিচ ফর বাংলাদেশের ৩৫ শিক্ষককে বিভিন্নভাবে সহযোগিতা করবে।
ডিএইচএল শুধু বাংলাদেশে নয় টিচ ফর অল নামক এই অলাভজনক প্রতিষ্ঠানের সাথে আরো আটটি দেশে কাজ করার জন্য চুক্তিদ্ধ হয়েছে।
ডিএইচএল ও টিচ ফর বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করেন ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডেসমন কুইয়া, ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার নূরউদ্দিন চৌধুরী ও টিচ ফর বাংলাদেশ এর সিইও মায়মুনা আহমেদ।
ডেসমন কুইয়া বলেন, “শিক্ষায় বিনিয়োগ মানে একটি দেশের তথা একটি অঞ্চলের জন্য বিনিয়োগ। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের লজিস্টিক অপারেটরদের মধ্যে ডিএইচএল অন্যতম এবং আমরা জানি যে ‘টিচ ফর বাংলাদেশ’কে সহায়তা করার মাধ্যমে আমরা শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে এই সম্ভাবনাময় অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখতে পারব।”
নূরউদ্দিন চৌধুরী বলেন, “একটি সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে আমরা নির্ভর করি অর্থনীতির উদ্ভাবনী ক্ষমতার ওপর এবং তার সবচেয়ে বড় ভিত্তিই হলো সবার জন্য শিক্ষার সমান সুযোগ। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিএইচএল-এর ব্যক্তিরা সে ভিত্তি স্থাপনে বড় অবদান রাখতে পারবেন। এর মাধ্যমে তারা স্বেচ্ছাসেবা যেমন- ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করতে সাহায্য করা বা তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করা, ইন্টার্নশিপের সুযোগ করে দেয়া, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা ইত্যাদির মাধ্যমে তাদের অবদান রাখতে পারেন।”
টিচ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মায়মুনা আহমেদ বলেন, “টিচ ফর বাংলাদেশ কাজ করছে বাংলাদেশের অন্যতম মৌলিক চ্যালেঞ্জ শিক্ষার অসমতা নিয়ে। আমাদের সহকর্মী ও প্রাক্তনদের সহযোগিতা, আমাদের সরকারি ও বেসরকারি সহযোগী সংগঠনগুলোর সহায়তা এই চ্যালেঞ্জ উত্তরণে তথা শিশুদের গুণগত শিক্ষা প্রদানে খুবই সহায়ক হবে। টিচ ফর অল এর অন্যতম বড় উদ্যোক্তা ডিপি ডিএইচএল ইতিমধ্যেই শিক্ষার সমতার জন্য পুরো বিশ্বেই টিচ ফর অল-এ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের সম্পৃক্ততার পরিচয় দিয়েছে। আমরা তাদেরকে টিচ ফর বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে পেয়ে খুবই আনন্দিত।”
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম