News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৭, ১১ জানুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা

ছবি: নিউজবাংলাদেশ

দীর্ঘ চার বছর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এর আগে গুচ্ছ পদ্ধতিতে এ বিশ্ববিদ্যালয়ে ভতি পরিক্ষা অনুষ্ঠিত হত।

সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাছুফ পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্ন পড়াশুনার পরিবেশ রক্ষায় তারা সবসময় তৎপর রয়েছেন বলে জানান। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টির তিনটি একাডেমিক ভবন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর
রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের আন্ডারে ১৬টি বিভাগে ১০৬৫টি আসন রয়েছে। ফলে প্রতিটি আসনের অনুকুলে ২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীদের মধ্যে ৯২.৩৯%
ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। মোট আবেদন করেন ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী। আর অংশগ্রহণ করেন ২২হাজার ৬৬১ জন শিক্ষার্থী। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়