News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ১০ জানুয়ারি ২০২৫

কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন

কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা শনিবার ( ১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। সেশনজট নিরসনের জন্য এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবার আগে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১১ জানুয়ারি) মোট ১১টি কেন্দ্রে সকাল ৯-৩০ মি‌নিট হতে দুপুর ১২-৩০ মি‌নিট পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ মি‌নিট থেকে দুপুর ১-৪৫ মি‌নিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে  শিক্ষার্থী ভর্তি করা হবে যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫ টি আসন সংরক্ষিত। 

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ (চব্বিশ হাজার পাঁচশত সাতাশ) জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরএমসিকিউ পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও খুলনার ১০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রে সমূহ ও আসন সংখ্যা হলো- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রোল নং ৫০০০১-৫৭১৪৪ পর্যন্ত মোট ৭১৪৪ জন), খুলনা বিশ্ববিদ্যালয় (রোল নং ৫৭১৪৫-৬২০৮৪ পর্যন্ত মোট ৪৯৪০ জন), রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা (রোল নং ৬২০৮৫-৬৩৮৪৩ পর্যন্ত মোট ১৭৫৯ জন), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা (রোল নং ৬৩৮৪৪-৬৬৩৪৩ পর্যন্ত ২৫০০ জন), সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা (রোল নং ৬৬৩৪৪-৬৮৮৪৩ পর্যন্ত মোট ২৫০০ জন), সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা (রোল নং ৬৮৮৪৪-৭০৮৪৩ পর্যন্ত মোট ২০০০ জন), সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বয়রা খুলনা (রোল নং ৭০৮৪৪-৭২১৪৩ পর্যন্ত মোট ১৩০০ জন), সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা (রোল নং ৭২১৪৪-৭৩০৪৩ পর্যন্ত মোট ৯০০ জন), সরকারী এম.এম. সিটি কলেজ খুলনা (রোল নং ৭৩০৪৪-৭৩৮৯৫ পর্যন্ত মোট ৮৫২ জন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা (রোল নং ৭৩৮৯৬-৭৪৫২৭ পর্যন্ত মোট ৬৩২ জন) শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীকে যানজটের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্বে নির্ধারিত কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হয়েছে।  এছাড়া বিশেষভাবে উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া কোন ভাবে অন্যকোন কক্ষে/কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়