News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ৯ জানুয়ারি ২০২৫

সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে টেন্ডুলকার-সালাউদ্দিন-সাকিব বাদ

সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে টেন্ডুলকার-সালাউদ্দিন-সাকিব বাদ

বাঁ থেকে- শচীন টেন্ডুলকার, সালাহউদ্দীন, সাকিব আল হাসান। ফাইল ছবি

২০২৫ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ পাঠ্যবইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’অধ্যায়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের নাম থেকে বাদ দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিন ও সাকিব আল হাসানের নাম।  

তাদের দুজনের পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও।  

২০১৩ সালে পরিমার্জিত বইয়ে এতোদিন ধরে ছিলেন সালাউদ্দিন ও সাকিব। 

সালাউদ্দিন ও সাকিবকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিল পাঠ্যবইতে, সেটাও বাদ দেওয়া হয়েছে। 

তাদের পরিবর্তে নতুন পাঠ্যবইয়ে যোগ করা হয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দাবাড়ু রানী হামিদের নাম। 

এছাড়া আগে থেকেই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মজুমদার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা ও টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

তর্কসাপেক্ষে দেশের সেরা ফুটবলার সালাউদ্দিন খেলা বাদ দেন ১৯৮৪ সালে। এরপর টানা ১০ বছর জাতীয় দল ও আবাহনীসহ বিভিন্ন ক্লাবের হেড কোচ ছিলেন তিনি। ২০০৮ সালে নির্বাচিত হন বাফুফের সভাপতি। টানা চার মেয়াদে ১৬ বছর এই দায়িত্ব পালন করেন সাবেক এ ফুটবলার।

অন্যদিকে সাকিব তর্কাতীতভাবেই দেশের সেরা ক্রিকেটার। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর থেকে খেলে যাচ্ছেন এখনো। কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় এসে নাম লেখান রাজনীতিতে। গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়