পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল নিয়ে যা জানালেন এনসিটিবি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা কথা বলেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান।
তিনি বলেছেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং দ্রুত বিভ্রান্তি সংশোধন করা হবে।'
জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ওই দুই শ্রেণীর ইংরেজি বইয়ে 'গ্রাফিতি' শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। তবে এ দুই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে 'আমাদের নতুন গৌরবগাথা' শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।
নিউজবাংলাদেশ.কম/এসবি