আবু সাঈদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন।
রবিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
উপাচার্য আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না। ১০৯তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তবে বহিষ্কার করা ৭১ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করেননি উপাচার্য । এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে নাম প্রকাশ করা ঠিক হবে না বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি