News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩২, ৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৫৩, ৩ জানুয়ারি ২০২৫

ঢাবির ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাবির ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সভাপতি ড. মোহাম্মদ আনছারুল আলম ও সা. সম্পাদক বিপুল চন্দ্র দেবনাথ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) আভাই-র মিলনায়তনে অ্যালামনাইয়ের ৪র্থ বার্ষিক সভায় জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ সময়কাল পর্যন্ত দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ।

১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি-সম্পাদক ছাড়া সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, যুগ্ম-সম্পাদক খালেদ মোহাম্মদ ফয়সাল আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক অঞ্জয় রঞ্জন দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সজল আহমেদ, অয়ন বসাক এবং ময়ূরী রাণী দে।

উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরু করা আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি ও বিভিন্ন ভাষা ও সংস্কৃতি বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়