News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

বইয়ের মান তদারকি করতে ১৫০ জন শিক্ষক নিয়োগ

বইয়ের মান তদারকি করতে ১৫০ জন শিক্ষক নিয়োগ

ফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষের জন্য মানসম্মত বই দিতে নতুন করে শিক্ষা ক্যাডারের আরও ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রেসে-প্রেসে কাগজ ও ছাপা হওয়া বই তদারকির জন্য সরকার তৃতীয় পক্ষের দুটি ইন্সপেকশন এজেন্সি নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে।

রবিবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

চিঠিতে শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বলা হয়, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এসব মুদ্রণ প্রতিষ্ঠানের ছাপার কার্যক্রম সরেজমিন তদারকি করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫০ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত সংযুক্ত মুদ্রণ প্রতিষ্ঠানের বাস্তবিত অবস্থা, কাগজ সরবরাহ, টেস্টিং রিপোর্ট, ছাপার মান, প্রতিদিনের কর্মপরিকল্পনা, বই ছাপার অগ্রগতি ও সরবরাহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বইয়ের মানের ব্যাপারে এবার কোনো ছাড় নয়। এজন্য সরকারি কলেজের শিক্ষকদের বইয়ের মান তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি এতে নিম্নমানের বই দেওয়ার যে ফাঁকফোকর রয়েছে সেগুলো ধরতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়