News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৭ ডিসেম্বর ২০২৪

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ শিক্ষকের পদত্যাগ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৩ শিক্ষকের পদত্যাগ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, 'উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি নিকট পাঠিয়ে দেয়া হবে।'

এর আগে, গত দুদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে ৩টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়