News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪২, ২১ নভেম্বর ২০২৪

শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খুঁজে পেয়েছি: বিধান রঞ্জন

শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খুঁজে পেয়েছি: বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীরা ঝরে পড়ার অনেকগুলো কারণ আমরা খুঁজে পেয়েছি। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা ঝরে পড়ার আরেকটি কারণ দেখেছি। যেখানে মা-বাবারা চাকরি করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সঙ্গে তাদের সময় মিলে না। ফলে তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে।

উপদেষ্টা বলেন, এখনও আমাদের নদী ভাঙ্গণকবলিত শিশুদের ক্ষেত্রে আলাদা কোনো প্রকল্প নাই। নদী ভাঙনে যে সব অঞ্চলগুলো পড়েছে সে সব এলাকার শিশুদের পরিসংখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিবো।

জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তসলিমা জাহানসহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়