News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৮, ১৮ নভেম্বর ২০২৪

আবার সড়ক অবরোধ, সচিবালয়ে অনশনে শিক্ষার্থীরা

আবার সড়ক অবরোধ, সচিবালয়ে অনশনে শিক্ষার্থীরা

সচিবালয়ে অনশনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে তারা সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন।

খবর ছড়িয়ে পড়লে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

এর আগে বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। 

এর তিন ঘন্টা পর আবারও সড়ক অবরোধে নামে শিক্ষার্থীরা। ফলে দিনব্যাপী যানজটের পর আবারও নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের অবরোধের কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে ব্যস্ত সড়ক মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসায় তারা আশ্বস্ত হয়ে বিকেলে রেলগেট থেকে অবরোধ তুলে নেন। এরপরই সরকার বিষয়টি আবার টালবাহানা শুরু করে। এ কারণে তাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয় না ছেড়ে সেখানেই অবস্থান করছেন। তারা অনশনে বসেছেন। আর দাবি আদায়ে ফের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

গুলশানের ট্র্যাফিক বিভাগ জানায়, তিতুমীর কলেজের ছাত্ররা তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করে আবার আন্দোলন করছে। আমতলি থেকে গুলশানগামী এবং গুলশান থেকে মহাখালী-তেজগাঁওগামী যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়