News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১২, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১৭:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ চাই: সিরাজুল ইসলাম চৌধুরী

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ চাই: সিরাজুল ইসলাম চৌধুরী

জাবি সংবাদদাতা: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ আমরা চেয়েছিলাম কিন্তু এখনও এ সমাজ প্রতিষ্ঠা করতে পারছি না।”

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বাংলাদেশ দর্শন সংঘ’ আয়োজিত ‘বাংলাদেশের বি-উপনিবেশায়ন তত্ত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক ইমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী একথা বলেন।

তিনি আরও বলেন, “পুঁজিবাদের নিকৃষ্ট রূপ আমাদের সমাজকে গ্রাস করেছে। তার প্রমাণ আমরা দেখতে পাই, ১১ বছর আগে হুমায়ুন আজাদকে বাঁচাতে মানুষ এগিয়ে এসেছিল, কিন্তু অভিজিৎকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। উপনিবেশবাদের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারিনি এখনও, যা আমাদের  আত্মপরিচয় ও নৈতিকতাকে ঘায়েল করেছে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দর্শন সংঘের আহ্বায়ক সৈয়দ নিজার আলম, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহকারী অধ্যাপক পারভীন জলি প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়