পিএসসিতে বৃত্তি পেয়েছে ৫৪৪৮১ শিক্ষার্থী
ঢাকা: চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৪ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী বৃত্তি পয়েছে। এর মধ্যে ট্যালন্টেপুলে ২১ হাজার ৯৮৩ জন এবং সাধারণ কোটায় ৩২ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী রয়েছে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, কাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে পিএসসির বৃত্তি প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হবে।
বৃত্তির ফলাফল জানতে মোবাইলে ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে থানা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসইে জানা যাবে ফলাফল।
তবে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হলেও জুনিয়র বৃত্তির ফলাফল চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। গত বছর প্রাথমিকে প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৪১২ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জন ট্যালেন্টপুল এবং ৩২ হাজার ৪৩৪ জন সাধারণ বৃত্তি পেয়েছিল।
ট্যালন্টেপুলে বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ ক্ষেত্রে মাসে ১৫০ টাকা করে পাবে শিক্ষার্থীরা।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম