তারা মানুষ নয়: আরেফিন সিদ্দিক
ঢাকা: যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করছে তারা মানুষ নয়। কেননা কোনো মানুষের পক্ষে আরেক মানুষকে হত্যা করা সম্ভব নয়। এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত পেট্রলবোমা ও জঙ্গিবাদী সহিংসতায় জাতীয় শিক্ষাজীবন ধ্বংসের বিরুদ্ধে কারণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
এ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, যারা চোরাগোপ্তা হামলা করে মানুষ মারছে তারা জঙ্গি। তাদের দমনে দয়া না দেখিয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ গোলটেবিল বৈঠকে জানানো হয়, দেশের জনসংখ্যার প্রায় ২৫% শিক্ষার্থী। এ সংখ্যা প্রায় চার কোটি। প্রাইমারি, মাধ্যমিক এবতেদায়ি ও কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গিবাদের রোষানলে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, বিএনপি-জামায়াতের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা ছাড়া আর কিছু নয়।
উল্লেখ্য, ২৮ মার্চ থেকে শুরু হবে স্নাতক (পাস) ও সার্টিফিকেট পরীক্ষা। তবে এ পরীক্ষা আদৌ সময়মতো গ্রহণ করা হবে কীনা তা নিয়ে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে শঙ্কা।
বৈঠকে জানানো হয়, চলমান পরিস্থিতি উন্নত না হলে ১৪ মার্চ ১১ টা থেকে ১১.৪৫ মিনিট পর্যন্ত সারাদেশে অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রতিষ্ঠানের ব্যানারে সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করবে।
এ গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান এবং বাকবিশিসের সভাপতি প্রফেসর মো. আবদুর রশীদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম