News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৪, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ১ মে ২০২০

করোনা: প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের

করোনা: প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারী মারা গেছেন। গত সোমবার রাত ১০টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তি জবির পরিবহন পুলের চালক ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানা যায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

পরিবার থেকে বলা হয়, তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন, যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়