মদনে খোলা জায়গায় চলছে শিশুদের পাঠদান
নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি রিত্যক্ত ঘোষণার পর থেকেই খোলা জায়গায় চট বিছিয়ে চলছে শিশুদের পাঠদান । এতে ব্যহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুয়েল জানান, “পুরাতন ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের জানুয়ারিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকেই বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ও ভবনের নিচ তলার খোলা জায়গায় চট বিছিয়ে পাঠদান চালিয়ে আসছি।”
শিক্ষার্থীরা জানায়, “বিদ্যালয়ে ক্লাসরুম, বেঞ্চ ও টয়লেটের অভাবে আমাদের খুবই সমস্যা হচ্ছে। ঝড় বৃষ্টির দিনে হয়ত খোলা জায়গায়ও ক্লাস করা বন্ধ হয়ে যাবে ।”
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, “বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিদ্যালয়ের নাম প্রেরণ করা হয়েছে।”
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশীদ শাহরিয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম