চাকরি আছে কিন্তু বেতন নেই!
ঢাকা: ২ বছর এমপিও না দেয়ার শর্তে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি শাখায় নিয়োগপ্রাপ্তরা এমপিওভুক্তি ও প্রাপ্র্য বেতনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সুনামগঞ্জ সদরের এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের এপিওবঞ্চিত শিক্ষকরা এ অনশন পালন করছেন।
অনশনরত শিক্ষকদের সভাপতি মো. আব্দুল মোতালেব নিউজবাংলাদেশকে জানান, ছোট ছোট ছেলেমেয়েদের মাঝে আমরা শিক্ষার আলো জ্বালাই। অথচ আমাদের ঘরে আলো জ্বলে না। দুবছর ধরে বেতন পাচ্ছি না।
তিনি আরো বলেন, একছেলে, একমেয়ে, স্ত্রী, বিধবা বোন এবং বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি।
শিক্ষকরা জানান, তাদের চাকরি আছে কিন্তু বেতন নেই। পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টের মধ্য দিয়ে তারা দিন পার করছেন। তাদেরকে এমপিওভুক্ত করে নেয়ার জন্য তারা এসময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান।
অনশনরত শিক্ষকদের মধ্যে আছেন, মো. নিজামুল হক, মো. মাসুদ আলম ছিদ্দিক, অর্জুন সরকার প্রমুখ।
নিউজবাংলদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম