নারী-পুরুষের সম-অংশীদারিত্ব চাই : নারী দিবসে জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘সহিংসতামুক্ত মানবিক রাজনীতি চাই, সকল পর্যায়ে নারী-পুরুষের সম-অংশীদারিত্ব চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে ‘আমি নারী, আমি মা, আমি বোন, আমি কন্যা’, ‘পরিবারে নারীর নিরাপত্তা চাই’, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’, ‘আমি নারী, আমি শক্তি, আমার শ্রমেই আসবে মুক্তি’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করা হয়।
এসময় র্যালিতে উপাচার্য ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশ নেন।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে জহির রায়হান মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, “নারীর ক্ষমতায়ন হলো মানবতার ক্ষমতায়ন। কিন্তু পুরুষ প্রধান সংস্কৃতির কারণে নারী নারীকে পিছু টানে। এই সংস্কৃতি পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো বদল করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম