রবি ও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
ঢাকা: আগামী রবি ও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এসব দিনের পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এর আগে বেলা তিনটার দিকে রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর এক ঘণ্টা পরই পরীক্ষা স্থগিত করা হয়।
উল্লেখ্য, পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ মার্চ, রোববার এসএসসিতে হিসাব বিজ্ঞান এবং ১০ মার্চ মঙ্গলবার এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পরীক্ষা হওয়ার কথা ছিল।
হরতালের কারণে গত ৪ মার্চের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সেটির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তিন দিনের পরীক্ষার নতুন সূচি পরে একসঙ্গে ঘোষণা করা হবে।
হরতালের কারণে এর আগে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৩ ও ৪ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ জেএস/ এফএ
নিউজবাংলাদেশ.কম