১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা
ঢাকা: আগামী পহেলা এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘মার্চ মাসের মধ্যেই এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’
এসময় অভিভাবকদের মতামত ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীসহ সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর কথা বিবেচনা করে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেনি, কোনো রকম ছাড় দেয়নি।’
তিনি আবারো তাদের বিবেক জাগ্রত হওয়ার আশা করেন।
মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ/টিআইএস/ এফএ
নিউজবাংলাদেশ.কম