News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:২৩, ১৭ জানুয়ারি ২০২০

গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপির নিয়োগ পরীক্ষা শুক্রবার

গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপির নিয়োগ পরীক্ষা শুক্রবার

ঢাকা:    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় ৭টি পদের লিখিত পরীক্ষা চলতি মাসের ৬ তারিখ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এ পদগুলো হলো, সিস্টেম এনালিস্ট, পরিসংখ্যানবিদ, মেইনটেন্যান্স প্রকৌশলী, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স), ইন্সট্রাক্টর (ইউআরসি), সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) এবং  সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, এ পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক অবস্থার কারণে পরীক্ষা পিছিয়ে যায়।

নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়