News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

ব্শ্বি সামাজিক ফোরামের ক্যাফে আড্ডা

ব্শ্বি সামাজিক ফোরামের ক্যাফে আড্ডা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সামাজিক ফোরাম (ডব্লিউএসএফ)-২০১৫ এর উদ্যোগে দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ক্যাফে আড্ডা।

বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে এই আড্ডা।

আড্ডার মধ্যে রয়েছে-প্রতিদিন সকাল ১০টায় আড্ডা, বৈকালিন আড্ডা, ফ্রি পোট্রেট ফটোগ্রাফি, আলোকাচিত্র প্রদর্শনী, সিনেমা প্রদর্শনী, মানবতাবাদী গানের আসর, উপকরণ প্রদর্শনী, ভিডিও কনফারেন্স। এছাড়া দিনভর থাকছে চা আড্ডা ও খোশগল্প।

সাম্য স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি মানবিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা জন-আন্দোলন থেকে বিশ্ব সামাজিক ফোরাম প্রতিষ্ঠিত হয়। ডব্লিউএসএফ হলো এমন একটি প্লাটফর্ম ও প্রক্রিয়া যেখানে সামাজিক আন্দোলন, ব্যক্তি ও বিভিন্ন নাগরিক সংগঠন বাণিজ্যিক বিশ্বায়ন, যুদ্ধ, সামরিকীকরণ ও নয়া উদারবাদী প্রক্রিয়ার বিরুদ্ধে মুক্ত আলোচনা ও বিকল্প চিন্তার প্রকাশ ঘটাতে পারেন।

দেড় শতক ধরে ডব্লিউএসএফ সংগঠকেরা বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। নব্বই দশকে ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত গণজাগরণের পাশাপাশি নাগরিক সমাজের নানা উদ্যোগের ধারাবাহিকতায় ১৯৯৯ সালে সিয়াটলে বিশ্বায়ন বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে ওঠে, যা ডব্লিউএসএফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডব্লিউএসএফের ১৪টি মূলনীতির মধ্যে অন্যতম হলো-নাগরিক সমাজের বিভিন্ন দল ও আন্দোলনসমূহের চিন্তার প্রতিফলন ঘটানো, বিভিন্ন তত্ত্ব বা ধারণা সম্পর্কে গণতান্ত্রিক বিতর্ক উৎসাহিত করা এ বিষয়ে প্রস্তাব প্রণয়ন করা, স্বাধীনভাবে মতবিনিময় ও পদক্ষেপ নেওয়ার জন্য আন্তঃসংযোগ স্থাপনের উপযোগী একটি মুক্ত আলোচনার ক্ষেত্র তৈরি করা।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়