News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২১, ১৮ জানুয়ারি ২০২০

মিরসরাই স্কুলে মিড ডে মিল চালু

মিরসরাই স্কুলে মিড ডে মিল চালু

মিরসরাই: মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে মাগন বিবি ফ্রি প্রাইমারি স্কুলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল (দুপুরের খাবার) কার্যক্রম চালু করা হয়েছে।

রবিবার মাগন বিবি ফ্রি প্রাইমারি স্কুলে এই মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন ডা. মো. আবুল কালাম, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মিড ডে মিল প্রকল্প পরিচালক আবু তাহের খোকন প্রমুখ।

উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খিচুড়ি ও ডিম পরিবেশন করা হয়।

দুপুরের খাবার পেয়ে রাজিয়া সুলতানা, বিবি রোকসানা ও মেঘনাথ নামের শিক্ষার্থী প্রতিক্রিয়ায়  বলেন, “দুপুরের খাবার খেতে পেরে আমরা খুব খুশি। আগে ক্লাসে মনোযোগী হতে পারিনি। কিন্তু এখন নিয়মিত স্কুলে আসব।”

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলম জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরে স্বাস্থ্য সম্মত পুষ্টিকর খাবার পরিবেশন করার লক্ষ্যে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। এতে শিশু শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসবে, পাশাপাশি তাদের স্বাস্থ্যও ভালো থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়