News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ২০ মার্চ ২০১৫
আপডেট: ২২:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২০

স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 

ঢাকা: স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ মার্চের স্থগিত হওয়া জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে ৩ ও ৪ মার্চের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। ৪ মার্চের স্থগিত পরীক্ষাটি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৪ মার্চ স্থগিত হওয়া এসএসসি ও সমমানের ওই দুটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। এ ছাড়া ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়