News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৮, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০

ইউআইটিএসে শুরু হচ্ছে ‘ইলেক্ট্রোফেস্ট স্প্রিং’

ইউআইটিএসে শুরু হচ্ছে ‘ইলেক্ট্রোফেস্ট স্প্রিং’

ঢাকা: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস’ এ শুরু হতে যাচ্ছে ‘ইলেক্ট্রোফেস্ট স্প্রিং-২০১৫’।

বিশ্ববিদ্যালয়ের ইইই এবং ইসিই বিভাগ সমন্বিত ভাবে ২য় বারের মত আয়োজন করতে যাচ্ছে প্রযুক্তিভিত্তিক এ মেলার। আগামী ২০ এবং ২১ মার্চ, ২ দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।

‘ইলেক্ট্রোফেস্ট স্প্রিং’এর এবারের আসরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান। প্রযুক্তি ভিত্তিক এই আসরের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান ড. মো. মিজানুর রহমান।

২ দিনব্যাপি এবারের আসরে অন্তর্ভূক্ত থাকছে সমসাময়িক প্রযুক্তিভিত্তিক কর্মশালা ও সেমিনার, সাইবার গেইম কনটেস্ট, প্রজেক্ট শো, বিজ্ঞানভিত্তিক মুভি শো এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়