News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

লিডসের সঙ্গে জাবির গবেষণা উন্নয়ন চুক্তি

লিডসের সঙ্গে জাবির গবেষণা উন্নয়ন চুক্তি

জাবি: যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণা উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে লিডস বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রগার গাইর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণা সহযোগিতা, যৌথ গবেষণা, সেমিনার, ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময় এবং দ্বিপাক্ষিক প্রকাশনা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়