আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থী-অভিভাবকদের
ঢাকা: দেশে দু’মাসেরও বেশি সময় ধরে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ। পাশাপাশি সরকারও রয়েছে কঠোর অবস্থানে। আর এ দুয়ের মাঝখানে সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে পার করছে তাদের দিনরাত।
পেশাজীবীরা পেট্রলবোমা কিংবা পুলিশি হেনস্থার ভয়ের মধ্যে বাধ্য হয়ে বের হচ্ছেন রাস্তায়। কেননা জীবন-জীবিকার তাগিদে তাদের ঘরে বসে থাকলে চলে না। একই অবস্থা শিক্ষার্থীদেরও। বিশেষ করে স্কুলে যারা পড়ছে তাদের সমস্যা আরো প্রকট।
স্বাভাবিক সময়ে রাজধানীর স্কুলগুলোর সামনে দেখতে পাওয়া যায় অভিভাবকদের হাসি হাসি মুখ। দেখা যায় শিক্ষার্থীদের ভিড়। অথচ এখন সে চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাদের সবার মুখে এখন আতঙ্কের ছাপ।
রাজধানীর প্রায় প্রতিটি সরকারি স্কুল খোলা ছিল এ অবরোধের মধ্যেও। চরম আতঙ্কে রোজ চিন্তিত মুখে স্কুলমুখী হতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুলের বাইরে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিভাবকদের।
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান তানহা। অন্যদের মতো সেও তার আতঙ্কের কথা জানায়।
নিউজবাংলাদেশকে সে জানায়, তাদের পড়াশোনার খুব একটা ক্ষতি হয়নি। কেননা তারা বাড়িতেই সিলেবাস অনুসরণ করে পড়াশুনা করেছে। কিন্তু স্কুলে যাওয়ার সময় তারা খুব ভয়ে ভয়ে থাকে।
সে আরো বলে, রোজ রোজ পেট্রলবোমা আর সহিংসতার খবর দেখে তারা। এসব খবরে রাস্তায় বের হতে তাদের ভয় লাগে। এ অবস্থায় থাকতে থাকতে তার অসুস্থ হয়ে যাচ্ছে।
তানহার মা আসমা নিউজবাংলাদেশকে বলেন, তানহাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় খুব আতঙ্কে থাকতেন। কখন যে পেট্রলবোমার আগুনে পুড়ে যান, এ চিন্তাতেই তটস্থ থাকতেন।
তিনি আরো বলেন, আজকের সময়ে পড়াশুনার যে চাপ তাতে স্কুল বা টিউশনিতে না গেলে পুরো বছরটাই নষ্ট হবে। এ চিন্তা করেই ঘর থেকে বের হতে হয়েছে।
আসমার সাথে অন্যান্য অভিভাবকরাও একই আতঙ্কের কথা জানান। এচিত্র শুধু একটা-দুটো স্কুলে নয়। দেশের প্রায় সব স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের চোখেমুখে এখন এ আতঙ্ক।
অসুস্থ এ পরিবেশ দ্রুত কাটিয়ে উঠতে ব্যবস্থা তারা সরকার ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কাছে তারা আহবান জানান।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম