News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ২১ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৫, ২১ নভেম্বর ২০২৪

সংঘর্ষের জেরে সিটি কলেজের সব ক্লাস বৃহস্পতিবার বন্ধ

সংঘর্ষের জেরে সিটি কলেজের সব ক্লাস বৃহস্পতিবার বন্ধ

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজ প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও সিটি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হক স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিটি কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবসত বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ থাকবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজের ভেতরে ঢুকে পড়েন, আমিসহ কলিগরা এগিয়ে যাই। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে আমাদের কতজন ছাত্র আহত হয়েছেন তা নিশ্চিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি চাই। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এর আগে, ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে পুরো এলাকাজুড়ে। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়