কোচিং সেন্টারে নিখরচায় লেখাপড়া!
লালমনিরহাট, প্রতিনিধি: আজকের শিক্ষাব্যবস্থা হয়ে গেছে কোচিং সেন্টার কেন্দ্রিক। শিক্ষার্থীদের জিম্মি করে এক শ্রেণির ব্যক্তি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন সবার চোখের সামনে। নানা সময়ে এসব কোচিং সেন্টারের মান নিয়ে কথা উঠেছে। কিন্তু ফলাফল পাওয়া যায়নি।
এদিকে এসব সেন্টারগুলোতে উপচে পড়ছে শিক্ষার্থীদের ভিড়। এসব ভিড়ে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারে না। এর কারণ ওই প্রতিষ্ঠানের খরচ যোগানোর মতো টাকা তার নেই। এ নিয়ে অভিভাবকদেরও এক ধরনের ভাবনা থাকে।
আমাদের চারপাশে অসংখ্য কোচিং সেন্টার থাকলেও হাতীবান্ধার প্রয়াস কোচিং সেন্টার সবার থেকে ভিন্ন।
কেননা এ কোচিং সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, সমাজ বদলের অধিকার, সবাই হবো অংশীদার শ্লোগান সামনে নিয়ে। প্রয়াস কোচিং সেন্টার পরিচালনায় রয়েছে প্রয়াস যুব উন্নয়ন প্রকল্পের পরিচালকরা।
যারা মেধাবী কিন্তু টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না তাদেরকে নিখরচায় এখানে পড়ালেখা করানো হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার বড়খাতা রেল কলোনিতে অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সমাজসেবকসহ সবার উপস্থিতিতে প্রয়াস কোচিং সেন্টারের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
জানা গেছে, এ কোচিং সেন্টারে আরদশটা সেন্টারের মতো কোচিং ব্যবস্থা থাকবে না। এখানে পরিচালকরা মিলে সিদ্ধান্ত নেবেন কত সহজ কৌশলে বইয়ের বিষয়বস্তু শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেয়া যায়।
আরো জানা গেছে, এ কোচিং সেন্টারে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে। পাশাপাশি কোরআন শিক্ষার ব্যবস্থাও চালু রয়েছে। স্থানীয় ১৩ জন শিক্ষক-শিক্ষিকা মিলে এ সেন্টারে লেখাপড়া শেখাবেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম