প্লেপেন স্কুলের অনিয়মের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন
টিউশন ফি বকেয়া থাকায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস করতে না দেয়ার অভিযোগ
করোনাকালীন টিউশন ফি বকেয়া থাকায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বাধা প্রদাণ এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে অনবরত টিউশন ফি’র জন্য চাপ প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বসুন্ধরাস্থ প্লেপেন স্কুলের অভিভাবকরা।
মঙ্গলবার প্লেপেন স্কুল প্রাঙ্গণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্লেপেন স্কুলের প্রায় শতাধিক অভিভাবক এ মানববন্ধনে অংশ নেন।
অভিভাবকরা অভিযোগ করে বলেন, এই দুর্যোগের সময় স্কুলের বেতন কমানো তো দূরের কথা, সময় মতো বেতন না দিতে পারায় উল্টো জরিমানা করছেন স্কুল কর্তৃপক্ষ। মাসিক বেতন পরিশোধ না হওয়ায় শিক্ষার্থীদের ইউজার ব্লক করে অনলাইন ক্লাস করতে দেয়া হচ্ছে না। যা ছাত্র ছাত্রীদের উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছে এবং তারা মুষড়ে পড়ছে।
অভিভাবকরা জানান, স্কুলের অভিভাবক সংগঠন গার্ডিয়ান এসোসিয়েশোনের পক্ষ থেকে এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে অনুরোধ করা হলেও স্কুল কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি। সর্বশেষ আজকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে স্মারকলিপি জমা দিতে গেলেও স্কুলের পক্ষে কেউ তা গ্রহণ করেনি।
এ নিয়ে নিউজবাংলাদেশ থেকে প্লেপেন স্কুল কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়।
স্কুলের প্রিন্সিপাল সোরাবান তাহুরাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এর আগে গত ১৮ জুন “বেতন পরিশোধ না করায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে বাধা প্লেপেন স্কুলের” এই শিরোনামে নিউজবাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম এবং শিক্ষার্থীদের ক্লাস না করতে দেয়ার বিষয়ে অভিভাবকদের অভি্যোগ তুলে ধরা হয়।
নিউজবাংলাদেশ.কম/এএস/এনডি