ঢাবি’র উর্দু শিক্ষা সাইট হ্যাক করল সাইবার ৭১
উর্দুর পরিবর্তে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবীতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, জব্বার, রফিক, শফিউর, বরকতসহ নাম না জানা অনেকে।
সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উর্দু শিক্ষা বিভাগের ওয়েবসাইট (http://urdu.edu.bd) হ্যাক করেছে দেশের অন্যতম শীর্ষ হ্যাকার সংগঠন সাইবার ৭১।
বিটিসিএল ডটনেট ডটবিডির হু ইজ অনলাইন সেবা থেকে দেখা গেছে, http://urdu.edu.bd ওয়েবসাইটটির ডোমেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের নামে রয়েছে। এবং ডোমেইনটির মেয়াদ জানুয়ারির ২৬ তারিখে শেষ হয়েছে।
http://urdu.edu.bd ওয়েবসাইটটি হ্যাক করে সাইবার ৭১ সেখানে লিখে দিয়েছে, ‘আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম। কিন্তু ভাবতে এখনো লজ্জা লাগে যে, সেই বাংলাদেশে এখনো উর্দু শিক্ষার অধিদপ্তরও আছে। ১৯৫২ এর ভাষা শহীদদের উৎসর্গ করে উর্দু শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট হ্যাক করা হলো।
একটা কথাই মনে রাখবেন। ১৯৫২ তে দামাল ছেলেরা যেমন বাংলাদেশে উর্দুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তেমনি ২০১৫ সালেও দামাল ছেলেরা আছে যারা এখনো উর্দুর বিপক্ষে প্রতিবাদ করার সামর্থ রাখে।’
ওয়েবসাইটটি হ্যাক করার পাশাপাশি সাইটটির ব্যাকগ্রাউন্ডে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি যুক্ত করে দিয়েছে সাইবার ৭১।
নিউজবাংলাদেশ.কম