News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

পরীক্ষা পেছানোর খেসারত দিতে হবে ৪০ বছর

পরীক্ষা পেছানোর খেসারত দিতে হবে ৪০ বছর

ঢাকা: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, “এই প্রজন্ম আগামী ৪০ বছর ধরে দেশ পরিচালনা করবে। কিন্তু পরীক্ষা পেছানোর জন্য মানসিকভাবে তাদের যে দুর্বলতা, আত্মবিশ্বাসের যে ঘাটতি এর খেসারত দিতে হবে আগামী ৪০ বছর ধরে।”

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ঋষিজ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ছড়াকার গীতিকার আলতাফ আলী হাসুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঋষিজ শিল্পী গোষ্ঠী  আয়োজিত অনুষ্ঠানে  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ এবং আলতাফ আলী হাসুর সহধর্মিনী মিনারা বেগম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, “কেউ কেউ বলে পরীক্ষা কেনো পেছানো হয়? আমরা কেনো পরীক্ষা নেই না?”

এসব প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এইসব ছেলেমেয়েদের বাবা-মা কোনো রাজনীতি করেন না। আমরা তাদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি  নিতে চাই না।”

এবছর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদকে  আলতাফ আলী হাসু স্মৃতি পদক দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়