News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০১:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

এ বছরও বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

এ বছরও বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

ঢাকা: এ বছরও বিশ্বের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে টানা পঞ্চমবারের মতো এ সম্মান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার ২০১৫ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশিত হয়েছে। হার্ভার্ডের পওে রয়েছে ব্রিটেনের দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

এর আগে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এবার দুধাপ নিচে নেমে গেছে এ দুই বিশ্ববিদ্যালয়।
শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২ ও ২৪তম স্থানে রয়েছে এশিয়ার দুই বিশ্ববিদ্যালয়। টোকিও বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর রয়েছে এ স্থানে। ব্রাজিল, রাশিয়া এবং চীনের শিক্ষাপ্রতিষ্ঠানের নামও আছে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়।

২০১৪-র ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ১৪২টি দেশের জনমত নিয়ে এ সমীক্ষাটি চালিয়েছে টাইমস হায়ার এডুকেশন। সূত্র: দ্য টেলিগ্রাফ

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়