News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

রোববারের পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত দুপুরে

রোববারের পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত দুপুরে

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে কি না, তা আজ দুপুর ১২টায় জানানো হবে। ওই সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এসএমএস বার্তায় এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী, হরতাল থাকলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। তবে অবরোধে পরীক্ষা হবে। ইতিমধ্যে হরতালের কারণে সাত দিনের পরীক্ষা পেছানো হয়েছে। এর মধ্যে পাঁচ দিনের পরীক্ষা শুক্র ও শনিবারে নেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে এখন পর্যন্ত একটি পরীক্ষাও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী হয়নি।
এএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়