News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫২, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৪০, ৬ মে ২০২০

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী সৃষ্টির তত্ত্ব

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী সৃষ্টির তত্ত্ব

অসুরকূল শিরোমণি সুন্দ আর উপসুন্দের কবল থেকে দেবতাদের রক্ষায় ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন তিলোত্তমাকে। চন্দ্রালোকের দীপ্তি, ফুলের সৌন্দর্যের সবটুকু সুষমা, মধুর মিষ্টতা, প্রভাতের স্নিগ্ধতা, সুরের মোহময়তা- দুনিয়ার সবসেরা সৌন্দর্যের আধার একত্রিত করে গড়া হয় সুন্দরী শ্রেষ্ঠা তিলোত্তমাকে। তিলোত্তমার সৌন্দর্যে বিভোর দুই ভাই সুন্দ-উপসুন্দের মাঝে বেঁধে গেল বিবাদ। একদার মানিকজোড় দুইভাই ভয়াবহ উম্মত্ততায় হত্যা করেন পরস্পরকে।

এই কাহিনী মহাভারতের। তবে মানুষের পক্ষে সেই তিলোত্তমাকে সৃষ্টি সম্ভব না হলেও সম্প্রতি একটি ম্যাগাজিন কি কি দিয়ে তিলোত্তমা সুন্দরী গড়া সম্ভব তার একটি রাস্তা বাতলেছে। যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী সানশাইন.কম.ইউকে হাল আমলের শোবিজ জগতের শীর্ষ সুন্দরীদের বিষয়ে এক জরিপ চালিয়েছে।

জরিপের ফলাফলে তার জানিয়েছে, কোনও সেলিব্রেটির কোন অঙ্গটি সবচেয়ে আকর্ষণীয়। সেই মোতাবেক দুনিয়া সেরা সুন্দরী গড়তে কার কোনও অঙ্গ কতটা প্রয়োজনীয় তার শতকরা হিসেব দেওয়া হয়েছে।

এখন আসুন দেখে নেই, সানশাইন.কম.ইউকের পর্যবেক্ষণে কার কোন অঙ্গটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ কল্পনার তিলোত্তমা গড়তে।   

তাদের হিসেবে দেখা গেছে, কেট হাডসনের চুল ১৮%, জেসিকা অ্যালবার বাহু ১৪%, শার্লট ক্রসবির উদর ১৬%, কেটি পেরির বক্ষ ১৩%, টেইলর সুইফটের পা ১৫% এবং এমিলি রাতাজকওস্কির নিতম্ব ১৭%। এই শ্রেস্ঠ অঙ্গগুলোর মিশ্রণে তৈরি হতে পারে স্বপ্নের সুন্দরী শ্রেষ্ঠা।

সানশাইনের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ক্লার্কসন এ প্রসঙ্গে বলেন, আমরা এ বছরের সেরা সৈকত সুন্দরীদের সেরা অঙ্গ নিয়ে একটু মজা করতে চেয়েছি মাত্র।

তিনি আরও বলেন, “আমরা জানি প্রত্যেক নারী ও পুরুষ যার যার নিজের পছন্দ আছে যে তারা কে কী রকম শরীরের অধিকারী হতে চান। তবে সেরকম হেতে গেলে অনেক পরিকল্পনা আর কর্তব্যের বিষয় আছে।”

নিউজবাংলাদেশ.কম/এইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়