মায়ের আদেশ!
বউকে বশে রাখতে বাসর রাতেই মাথায় রডের বাড়ি
বিয়ের পর স্বামীর সোহাগের পরিবর্তে কনের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতই নেমে আসলো প্রিয়তমের লোহার রডের আঘাত। কারণ, বিয়ের পর থেকেই স্ত্রীকে কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে! আর সেজন্যে মায়ের পরামর্শে ‘বিয়ের প্রথম রাত্রেই বেড়াল মারা’ তত্ত্বের অনুসরণে লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে বউয়ের মাথা ফাটিয়ে দিলেন বর। মিশরের আল বাওয়াবা নিউজ এ খবর দিয়েছে।
গ্রেফতারের পর গুণধর ওই বর পুলিশকে জানান, বিয়ের আসর থেকে নববধূকে নিজেদের নতুন বাড়িতে নিয়ে আসার পর তিনি তাকে পর পর ৩টি চড় মারেন। এ নির্দেশ দিয়েছিলেন নববধূর শাশুড়ি স্বয়ং।
পুলিশের জিজ্ঞাসাবাদে বর বলেন, “আমার মা বলেছিলেন, বৈবাহিক জীবনে স্ত্রীকে নিয়ন্ত্রণে কাজে দেবে এটা।”
তিনি আরও বলেন, “আমার সব ভাই তাদের বউদের দ্বারা চালিত হন-- মা আমাকে এ বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ভাইয়েরা তার কথা মত বউদের মারধর না করায় এমন ঘটেছে।”
তিনি আরও বলেন, “আমি বউকে চড় মারার পর সে আমাকে উল্টো মেরে বসে। এরপর আমি পাকঘরে যাই এবং একটি লোহার ডান্ডা নিয়ে এসে তার মাথায় এবং শরীরে পেটাতে থাকি।"
এর ফলে নববধূর মাথার খুলি এবং নিতম্বের হাড় ভেঙ্গে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কনের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।
সর্বশেষ খবর পর্যন্ত নববধূর পোশাক পড়া অবস্থায় এখনও কনে কায়রোর একটি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
পত্রিকা বর-বধূ কারোই নাম-পরিচয় প্রকাশ করেনি।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম