News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২১:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

গুলি খেয়েও হাসিমুখে সেলফি!

গুলি খেয়েও হাসিমুখে সেলফি!

প্রতিদিনের মতই রেস্টুরেন্টে কাজ শেষে বের হয়েছিলেন ইসাক মার্টিনেজ। এমন সময় হুট করে এক ব্যক্তি এসে ইসাকের গাড়ির চাবি চাইলে গাড়ির চাবি দিতে অস্বীকার করেন ইসাক। এরপরই ইসাককে লক্ষ করে একের পর এক গুলি করতে থাকেন ওই ব্যক্তি।

এত আকস্মিকভাবে ঘটে গেল ঘটনা যে খানিক সম্বিৎ ফিরে পেয়েই ইসাক টের পেলেন তার কাঁধের পেছনে গুলি লেগেছে। কিন্তু গুলি খেয়ে যখন টের পেলেন তখন অস্ত্রধারী ওই লোক বা হাসপাতালে ছোটার বদলে ইসাক বসলেন সেলফি তুলতে!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি রেস্টুরেন্টের সামনে ঘটেছে এমনই এক ঘটনা। শুধু তাই নয় ইসাক মার্টিনেজ রক্তাক্ত সেলফি পোস্ট দিতে থাকেন সামাজিক যোগাযোগ সাইট ফটো ম্যাসেজিং অ্যাপ স্নাপচ্যাটে। পরে হাসপাতালেও সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে সেলফি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, বুলেট টি আমার পেছনে কাঁধের পাশে লাগে একটু অন্য দিকে হলেই সব শেষ। এটা অলৌকিক ঘটনা। এছাড়া ফেসবুকের পোস্টে ওই দিনের ঘটনার একটি বিবরণ দিয়েছেন ইসাক মার্টিনেজ।

তবে এ ঘটনায় ইসাক বেঁচে গেলেও এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরেক ব্যক্তি। এছাড়াও আহত হয়েছেন আরও দুই নারী।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়