সুটকেসে ভরে রুশ স্ত্রীকে ইউরোপে নেয়ার চেষ্টা!
কী কারণে ফরাসী ভদ্রলোক এমন অদ্ভূত কাণ্ড করলেন কে জানে! কিন্তু তিনি তাই করেছেন যা অন্যদের একেবারে তাজ্জব করে দিয়েছে। তার জেমসবন্ডসুলভ ওই কাণ্ডের পেছনের কারণটি সঠিক জানা না গেলেও সবারই আক্কেল গুড়ুম হয়ে গেছে তা দেখে।
তিনি সুটকেসে স্ত্রীকে ভরে নিয়ে পাসপোর্ট ফ্রি শেংগেন এলাকায় ঢুকতে চেয়েছিলেন। এলাকাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)।
ষাটের কোঠা পেরোনো ওই ফরাসি ও তার স্ত্রীকে আটক করে পোল্যান্ড পুলিশ। বেলারুশ সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর তেরেশপোল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রথমে ভদ্রলোকের সঙ্গে থাকা সুটকেসটির বেঢপ সাইজ সবার দৃষ্টি আকর্ষণ করে। বর্ডার গার্ড মুখপাত্র দারিয়ুসজ সিয়েনিকি জানান, তারা অবাক হয়ে দেখতে পান ওই সুটকেসের ভেতরে রয়েছেন এক নারী। জানা গেছে তিনি ওই ব্যক্তির স্ত্রী।
তিনি আরও জানান, ভদ্রমহিলা জীবিত আছেন এবং তার কোনও চিকিৎসার প্রয়োজন পড়েনি।
কর্মকর্তারা জানান, বউকে ওভাবে লুকিয়ে ইইউভুক্ত কোনো দেশে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ, এমনিতেই এটা বৈধ। ইইউভুক্ত নয় এমন দেশের কোনো নাগরিকের সেসব দেশে যেতে কোনো বাধা নেই যদি কাগজপত্রে দেখানো যায় যে তিনি ইইউভুক্ত দেশের কোনো নাগরিককে বিয়ে করেছেন। এমনকি ত্রিশ পেরোনো ওই নারী যদি তার স্বামীর পাশে বসেও থাকতেন তাহলেও সবাই বুঝে নিতো তাদের সম্পর্কটা। বিষয়টি এতদূর গড়াতো না।
তারা স্বামী স্ত্রী দুজনই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টার অভিযোগে ৩ বছর জেলদণ্ড ভোগের ঝুঁকিতে পড়ে যান।
তবে শেষপর্যন্ত সুখবর হচ্ছে, তাদেরকে শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়েছে। স্বামী-স্ত্রী বেলারুশে ফেরত গেছেন। সূত্র: এমিরেটস২৪৭
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম