News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৯:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২১

৯৪% সঠিক করোনা শনাক্ত করতে পারে কুকুর!

৯৪% সঠিক করোনা শনাক্ত করতে পারে কুকুর!

জার্মানির একটি পশু চিকিৎসা ক্লিনিক মানুষের শরীরে করোনা শনাক্ত করতে একটি স্নিফার কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, প্রশিক্ষিত কুকুরটি ৯৪ শতাংশ সঠিক করোনা শনাক্ত করতে পারে। সংবাদ: রয়টার্স।

জার্মান আর্মড ফোর্সেস স্কুলের পশু চিকিৎসক বলেন, কুকুরটি আক্রান্ত মানুষের শরীরের কোষের গন্ধ শুঁকে তার করোনা আছে কিনা তা শনাক্ত করতে পারে।

তিন বছর বয়সের বেলিজিয়ান শেফার্ড ফিল্যু এবং এক বছর বয়সের জো কোকার কুকুর দুটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে হ্যানওভারস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগ থেকে।

ভেটেরিনারি ক্লিনিক প্রধান হোলগার ভক বলেন, কোভিড পজিটিভ রোগিদের থেকে নমুনা নিয়ে তা কুকুরকে দিয়ে শনাক্ত করানোর একটি গবেষণা চালানো হয়েছে। এতে কুকুরগুলো ৯৪ শতাংশ সঠিক শনাক্ত করতে পারার প্রমাণ মিলেছে।

সুতরাং, কোভিড আক্রান্ত এবং আক্রান্ত নন এমন মানুষের শরীরের গন্ধ শুঁকে কুকুর সহজেই শনাক্ত করতে পারে। বলেন হোলগার ভক।

হ্যানোভারের রাজধানী হ'ল লোয়ার স্যাক্সনির প্রিমিয়ার স্টিফান ওয়েল বলেন, তিনি এই গবেষণায় প্রভাবিত হয়েছিলেন। তিনি বলেন, স্নিফার কুকুর দিয়ে কনসার্টে অংশ নেওয়া লোকদের কোভিড পরীক্ষা করে নেয়া যায়।

তাছাড়া, নির্বাচিত অনুষ্ঠানগুলোতেও এখন এই পরীক্ষা চালানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গত সেপ্টেম্বরে ফিনল্যান্ডের হেলসিঙ্কি-ভ্যান্টা বিমানবন্দরে যাত্রীদের নমুনা শুঁকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়