কুকুরের প্রতিশোধ
কথায় বলে প্রতিশোধের খাবার ঠাণ্ডা করে খাওয়া-ই ভাল। সোজা কথায়, প্রতিশোধ নিতে হয় ঠাণ্ডা মাথায়। মানুষের হাতে আক্রান্ত হয়ে চীনের এক কুকুর ঠান্ডা মাথায় বদলা নিয়ে সেই কথাই প্রমাণ করলো।
জানা গেছে, এক গাড়িচালক ঘুমন্ত কুকুরটিকে লাথি মেরে দৌড়ে পালিয়েছিল। পরে কুকুরটি ওই চালককে না পেয়ে গাড়ির ওপর চড়াও হয়। আর গাড়িটির যথাসম্ভব ক্ষতিসাধন করে দোষী ব্যক্তিকে যথেষ্ট শাস্তিই দিতে পেরেছে প্রাণীটি।
দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে অজ্ঞাত পরিচয়ের ওই গাড়িচালক বাড়ির কার পার্কিংয়ে কুকুরটিকে বিশ্রামরত দেখে রেগে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত হয়ে লোকটি গাড়ি থেকে নেমে বিশ্রামরত কুকুরটিকে লাথি মারতে শুরু করেন। এক পর্যায়ে লোকটি গাড়িতে ফিরে যান।
এখানেই ঘটনাটির শেষ নয়। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি সঙ্গী-সাথীদের নিয়ে ঘটনাস্থলে ফিরে আসে। প্রতিশোধ নিতে আসা কুকুরের দলটি গাড়িটির ওপর ঝাঁপিয়ে পড়ে। নখের আঁচড়ে গাড়ির বাইরের অংশ চিড়ে ফেলার চেষ্টা করতে থাকে ক্ষিপ্ত প্রাণীগুলো। ক্ষিপ্ত কুকুরগুলোর আক্রমনে গাড়ির উইন্ডস্ক্রিন বিচ্ছিন্ন হয়ে যায়। কুকুরের ধারালো নখের আঁচড়ে গাড়ি বডির রঙ নষ্ঠ হয়ে যায়।
এদিকে, কুকুরের দলটি যখন চালকের অপরাধে গাড়িটির ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিচ্ছিল, তখন এক প্রতিবেশী পুরো ঘটনাটিই ক্যামেরায় ধারণ করে রাখেন।
উল্লেখ্য, চীনে প্রায় ১৩০ মিলিয়ন কুকুর রয়েছে। এর মধ্যে বেশ বড় একটি অংশ পোষ্য হিসেবেও সমাদৃত। দেশটিতে মধ্যবিত্ত শ্রেণির বিস্তারের সাথে সাথে পোষা প্রাণীর ওপর নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে জনমতও প্রবল হচ্ছে। চীনে প্রাণী অধিকার রক্ষা সংক্রান্ত আইন থাকলেও, তা দুর্বল বলে মনে করেন অনেকে। আর দেশটিতে পোষ্য নয় বা ভবঘুরে-- এমন কুকুর হত্যার ঘটনাও প্রচুর পরিমাণে ঘটে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম