স্বামীর দ্বিতীয় বিয়েতে সৌদি নারীর কাণ্ড!
নিজের দ্বিতীয় বিয়ের আসরে বসে বর হামদান আল শামরানি দেখলেন তার প্রথম স্ত্রী আসছেন। অমন প্রকাশ্য অনুষ্ঠানে অচিরেই নিজের ইজ্জতের ফালুদা তৈরি হতে যাচ্ছে- বুঝতে দেরি হলো না তার। তাই আতঙ্ক এসে ভর করলো। কারণ, অনেকটা রণরঙ্গিণী মূর্তি ধরে স্ত্রী তার দিকেই ধেয়ে আসছেন মিসাইলের গতিতে। তিনি প্রমাদ গুণলেন।
কিন্তু তার ওপরে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ার বদলে স্ত্রী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এবার দেখা গেল প্রিয়তমার হাতে রয়েছে র্যাপিং পেপারে মোড়ানো একটি গিফট বক্স। তিনি দ্রুতই মোড়ক খুলে ভেতর থেকে বের করলেন একটি ঝকঝকে আইফোন৬ এবং এক কৌটা মহামূল্যবান সুগন্ধি। এসবের সঙ্গে আরও ছিল কড়কড়ে নগদ ১০ হাজার সৌদি রিয়াল। এ ঘটনায় শুধু বর হামদান আল শামরানিই চমকে যাননি, অপ্রত্যাশিত চমকে বিস্ফারিত চোখ কপালে উঠেছে উপস্থিত অভ্যাগতদেরও।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শহর বোহার বাসিন্দা শামরানি জানান, এটা তার জীবনের একটা বড় চমক ছিল যখন তিনি দেখেন প্রথম স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে তার দ্বিতীয় বিয়ের আসরে এসে অমন চমক জাগানো উপহার দিলেন।
আল মদিনা পত্রিকায় প্রকাশিত খবরে তিনি বলেন, “আমার প্রথম স্ত্রী প্রেম, পারিবারিক বন্ধন আর আনুগত্যের এক নজির স্থাপন করেছেন। আমি তাকে নিয়ে গর্বিত।”
তবে তারা স্বামী-স্ত্রী পরস্পর যতই ভালোবাসার এ ধরনের অনভ্যস্ত নজির স্থাপন এবং তার প্রশংসায় অবগাহন করুন না কেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
একজন নারী তার চরম ক্ষোভ প্রকাশ করেছেন এভাবে, যদি শুনি স্বামী দ্বিতীয় বিয়ে করছে, তাহলে আমি ওই বিয়ের আসরে বোমা হামলা করবো।
তবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিদীপ্ত মন্তব্যও করেছেন কেউ কেউ। যেমন এক নারী লিখেছেন, ওই স্বামী ভদ্রলোক নিশ্চয়ই মারাত্মক টাইপের লোক। তার দ্বিতীয় বিয়ের ফলে প্রথম স্ত্রী খুশিই হয়েছেন এই ভেবে যে, এবার যাতনা সইবার আরও একজন জুটলো তার সঙ্গে।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম