ধর্ষণের প্রতিবাদে র্যাপ!
র্যাপ গান গেয়ে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন পাঙ্খুরি আওয়াস্তি ও উপেকশা জৈন নামে দুজন সঙ্গীত শিল্পী। সম্প্রতি ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে এমন অভিনব প্রতিবাদ করেছেন ভারতের এ শিল্পীদ্বয়।
ভারতীয় মিডিয়াগুলো জানায়, টেলিভিশন উপস্থাপক পাঙ্খুরি এবং ভারতীয় মঞ্চের শিল্পী উপেকশা সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান থেকে কিছু করার কথা ভাবতে শুরু করেন তারা। আর এ ভাবনা থেকেই এমন প্রতিবাদ।
নারীদের সাথে সহিংস যৌন অপরাধ বন্ধ করতেই বান্ধবী পাঙ্খুরি আওয়াস্তিকে নিয়ে একটি র্যাপ গানের ভিডিও চিত্র নির্মাণ করেন এই শিল্পী উপেকশা।
পরে ভিডিওটি ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হয়।
ইতোমধ্যে গত দু’দিনে ইউ টিউবে এক লাখ ৪০ হাজার বার দেখা হয়েছে ভিডিও চিত্রটি।
শিল্পীদের মতে, ভারতে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কিছু একটা অবশ্যই করা দরকার। আর সে কারণে ধর্ষণের সমস্যা কতটা প্রকট সেটি বোঝাতে গানটিতে বেশকিছু সাহসী শব্দ ব্যবহার করা হয়েছে যা মানুষকে নাড়া দেবে।
এসব দিক ভেবেই নাকি ধর্ষণের বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত পাঙ্খুরি আওয়াস্তি ও উপেকশা জৈন’র।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম