News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২২, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২১:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচনে জেতার অপরাধ!

গোবর খেতে বাধ্য করা হলো দলিত নারীকে

গোবর খেতে বাধ্য করা হলো দলিত নারীকে

তার ‘অপরাধ’ তিনি দলিত সম্প্রদায়ের, তার ওপরে নারী। এসব সত্ত্বেও গ্রামের নির্বাচনে জিতে গেছেন! আর তাই গ্রামের প্রধানসহ একদল বেপরোয়া লোক তাকে ধরে গোবর খাইয়ে দেন। অমানবিক আর অসম্মানজনক ঘটনাটি ঘটেছে আজ (সোমবার) ভারতের মধ্যপ্রদেশের কুবানপুর গ্রামে।

নবভারত টাইমস জানায়, কুসুম যাদব নামের দলীত সম্প্রদায়ের ওই নারী সরপাঞ্চ (পঞ্চায়েত বা গ্রাম প্রধান) নির্বাচনে উপ-গ্রামপ্রধান পদে জয়ী হন। এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন গ্রামের বর্তমান সরপাঞ্চ কাঞ্চন রাবত।

দলীত এক নারী গ্রামের মাথাদের একজন বনে গেছেন-- এতে প্রচণ্ড ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সঙ্গে একদল গুণ্ডাপাণ্ডা নিয়ে কুসুম যাদবের বাড়ি যান কাঞ্চন। এরপর নিজহাতে কুসুমের পুরো পরিবারকে নির্মমভাবে পিটুনি দেন। এখানেই তার ক্ষোভ থামেনি। একপর্যায়ে তিনি কুসুমের মুখে গোবর ঠেসে ধরে তা খেতে বাধ্য করেন তাকে।

নিউজবাংলাদেশ.কম/একে  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়