‘বর অঙ্কে ফেল, তাই বিয়ের আসর থেকে চলে গেলেন কনে’
বিয়ের আসরে কনে তাকে জিজ্ঞেস করেছিল, ১৫ যোগ ৬ কত হয়? এই প্রশ্নের জবাবে কিছুক্ষণের মধ্যেই মালাবদল করতে যাওয়া বরের জবাব ছিল, ১৭। বাস, বিয়ের কপালে শনি ওখানেই লেগে যায়। কনে সোজা জানিয়ে দেন, অংকে অমন ‘মাথাওয়ালা’ ছেলেকে তিনি বিয়ে করবেন না! এরপর বিয়ের আসর ত্যাগ করে চলে যান তিনি।
এ ঘটনা ভারতের। উত্তর প্রদেশের শিল্পশহর কানপুরের কাছের রসুলাবাদ গ্রামে গত বুধবার দুই পক্ষের স্বজন-বন্ধুরা জড়ো হয়েছিলেন বিয়ে উপলক্ষ্যে। ওই ঘটনার বয়ান দিয়ে শুক্রবার স্থানীয় পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার জানান, কনে বিয়ের আসর ছেড়ে যাওয়ার পর বরপক্ষ তাকে ফেরাতে অনেক চেষ্টা-তদ্বির করে। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। কনে জানান, বরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধোঁকাবাজি করা হয়েছে তার সঙ্গে।
কনের পক্ষ সমর্থন করে তার বাবা মোহের সিংও বলেন, “বরের লেখাপড়ার হতশ্রি অবস্থা সম্পর্কে আমাদের অন্ধকারে রাখা হয়েছিল। অমন প্রশ্নের উত্তর তো একজন ক্লাসওয়ানের ছাত্রও দিতে পারে!”
তবে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় পুলিশের মধ্যস্থতায় দুইপক্ষই বিয়ে উপলক্ষে পরস্পর বিনিময় করা উপহারসামগ্রী ফেরত দেয়।
গত মাসে উত্তর প্রদেশে এমনি এক বিয়ের আসরে কনে শেষমেষ নির্ধারিত বরের বদলে সেখানে উপস্থিত এক অতিথিতে বিয়ে করেন। কারণ, হবু বর হঠাৎ করেই মাটিতে পরে যান। পরে জানা যায়, তিনি মৃগী রোগী। যখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তখন কনে এক অতিথিকে কাছে ডেকে নেন এবং জানান, তাকেই তিনি বিয়ে করতে চান। এ প্রস্তাবে ছেলেটিও সম্মতি জানায়। ফলে তার সঙ্গেই বিয়ে হয় কনের। সূত্র: ডন.কম
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম