News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৬, ১৬ এপ্রিল ২০২০
আপডেট: ১৬:৪২, ১২ জুন ২০২০

গার্লফ্রেন্ড মিলছে মাত্র ১০ টাকায়

গার্লফ্রেন্ড মিলছে মাত্র ১০ টাকায়

ফাইল ফটো

কারা যেন বলেছিল এই ঘোর কলি যুগে টাকা দিয়ে আর শুধু বাড়ি গাড়ি নয়, কেনা যায় সব। আর যারা সেসব অবিশ্বাস করেছিল, আজ তাদের মুখে ছাই দিয়ে দিব্যি টাকার বদলে বিকোচ্ছে গার্লফ্রেন্ড। হ্যাঁ সত্যি! বাতাসে বসন্ত, আর মনেও তাই। এইরকম প্রেমের মৌসুমে মনের মতো সঙ্গিনীর খোঁজ দিচ্ছে এক শপিং মল।
চীনের গুয়ানঝাও প্রদেশের ভাইটালিটি শপিং মল। ২০ মিনিটের জন্য একজন সঙ্গিনী জোগাড় করে দিচ্ছে মাত্র ১০ টাকায়। শপিং মলে কেনাকাটা করতে আসা যে কারোর সঙ্গীর প্রয়োজন হলেই মোবাইলে বার কোড স্ক্যান করে পে করতে হবে মাত্র ১০টা টাকা। সঙ্গিনী মিনিট কুড়ির জন্য আপনাকে সঙ্গ দেবে, আপনার শপিং ব্যাগ বয়ে বেড়াবে, এমনকি আপনার সন্তান থাকলে তাদের সঙ্গেও খেলা ধুলো করে মাতিয়ে রাখবে তাদের। ২০ মিনিট পর আপনি চাইলে সঙ্গিনী বদলাতেও পারবেন।
ভাইটালিটি মলে এরকম ১৫ জন মহিলা থাকছে। তবে তাদের নিরাপত্তার কথাও যে একেবারে ভেবে দেখা হয়নি, এমনটা নয়। পারস্পরিক সম্মতি ছাড়া কোনও মহিলাকেই স্পর্শ করতে পারবেন না কেউ। অনুমতি ছাড়া শপিং মলের বাইরেও নিয়ে যাওয়া যাবে না তাদের। আর শুধু পুরুষেরা নয়, মহিলারাও চাইলে ভাড়া নিতে পারবেন অন্য সঙ্গিনীদের। সূত্র এনডিটিভি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়