যে শহরে ভিখ মাগেন সেখানেই তার ৮০ লাখ রুপির অ্যাপার্টমেন্ট
দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেও যারা দুবেলা অন্নের সংস্থান করতে হিমশিম খান-- এ খবর তাদের ব্যথিত করবে, নিশ্চিত। কারণ খবরটি এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি একবিন্দু ঘাম না ঝড়িয়েই মাসে আয় করেন ৭৫ হাজার রুপি! এই আয়ের উৎস কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদও নয় এবং তিনি কোনো বুদ্ধিজীবীও নন।
তার মাসিক আয় ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি। তবে পেশায় তিনি ভিক্ষুক। দৈনিক ৮-১০ ঘণ্টায় তার আয় ২০০০ থেকে ২৫০০ রূপি। মহারাষ্ট্রের মুম্বাইবাসী ভারত জৈন নামের এ ভিখারির মালিকানায় যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি আছে তার দাম ৮০ লাখ রুপি।
এখানেই শেষ নয়, ভান্ডপ এলাকায় তার একটি দোকানও আছে। তবে ওই দোকান নিজে চালান না। মাসিক ১০হাজার রুপিতে ভাড়া দিয়ে রেখেছেন। অর্থাৎ এখান থেকেও আসছে নিশ্চিত আয় যা দিয়ে ভারতের সাধারণ একটি পরিবার দিন গুজরান করতে পারে ভালোমত।
মিডিয়ার খবরে ভারতের সবচেয় ধনী ভিখারির খেতাব দেওয়া জৈনকে মুম্বাই শহরের বেশ কিছু সড়ক আর গলিপথে ভিখ মাগতে দেখা যায় হরদিন। যেসব এলাকায় তাকে বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস আর আজাদ ময়দান।
ভারত জৈনের দুই ছেলে। এরমধ্যে বড়টি দ্বাদশ আর ছোটটি দশম শ্রেণিতে পড়ছে। তার ৮০ লাখ রুপির অ্যাপার্টমেন্টে নিজের পরিবার ছাড়াও থাকেন ছোট ভাই এবং বাবা। সূত্র: নবভারত টাইমস
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম