হাসপাতালে প্রেরণ
কারাগারে গুরুতর অসুস্থ মেয়র মান্নান
ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান।
বুধবার বিকাল সাড়ে পাঁচটায় তাকে কাশিমপুর কারাগার থেকে অ্যাম্বুলেন্স যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেয়র মান্নানকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবীরা।
আইনজীবীরা জানান, মান্নান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার কারাগারের ভিআইপি সেল-১ এ থাকা অবস্থায় তিনি হৃগরোগে আক্রান্ত হন।
পরিবার সূত্রে জানা যায়, মান্নান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও উচ্চ রক্তপাতে ভুগছিলেন। কারাগারে খাওয়া দাওয়া ও ঔষধ সেবনের অনিয়মের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে গাজীপুরে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগে কয়েকটি মামলায় তাকে হুকুমের আসামি করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি গাজীপুর জেলা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় বারিধারা ডিওএইচএস এর বাসভবন থেকে গ্রেফতার করে। পরবর্তীতে দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করে গাজীপুর জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম