হাসপাতালে আল্লামা শফি
ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে মস্তিস্কজনিত সমস্যার কারণে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বুধবারও শফীর শরীরের বিভিন্ন চেকআপ করা হয়। প্রসঙ্গত যে, আল্লামা শফির বয়স বর্তমানে ৯২ বছর।
আল্লামা শফির ছেলে মাওলানা আনাস মাদানী জানান, প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও বুধবার তার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে অনুমতি পেলেই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন বলেও জানান তিনি।
অসুস্থতার কারণে বুধবার হাটাহাজারি মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত হতে পারেননি।
জানা যায়, মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফি। হাসপাতালে শফির তত্ত্বাবধান করছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. ইব্রাহিম ও ডা. হাসানুজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম