‘অধিকার’ এর অর্থপাচার
নতুন অনুসন্ধানকারী নিয়োগ
ঢাকা: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা বদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক এসএম রফিকুল ইসলামকে নতুন করে অনুসন্ধানকারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতোদিন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ অনুসন্ধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
সূত্র জানায়, ২০১৩ সালের জুন মাসে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর অর্থের উৎস সন্ধানে নামে দুদক। ২০১০, ২০১১ ও ২০১২ সালে তিনটি প্রকল্পের মাধ্যমে অধিকার চার কোটি ২১ লাখ ৮৮ হাজার ২১৯ কোটি টাকা বিদেশি তহবিল পায়। এর মধ্যে দুকোটি ৮০ লাখ ৭৩ হাজার ৩২১ টাকা ছাড় করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
তিনটি প্রকল্পের মধ্যে ‘অ্যাডুকেশন অন দ্য কনভেনশন অ্যাগেইনেস্ট টর্চার অ্যান্ড অফিসিএটি অ্যাওয়ারনেস’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ‘অধিকার’ বিদেশি তহবিল এনেছে দুকোটি ১৯ লাখ ৫৮ হাজার ৭১৪ টাকা। এ প্রকল্পের মেয়াদ এপ্রিল ২০১২ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত।
‘হিউম্যান রাইট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এক কোটি ২৭ লাখ ৬১ হাজার ১৫৫ টাকা এবং এমপাওয়ারিং ওমেন অ্যাজ কমিউনিটি হিউমেন রাইট ডিফেন্ডার নামক প্রকল্পের মাধ্যমে ৭৪ লাখ ৩৪ হাজার ৮৩০ টাকা বিদেশি তহবিল থেকে সংগ্রহ করে অধিকার। এসব অভিযোগের পাশাপাশি অধিকারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুসন্ধানে ২০১৪ সালের ২২ জানুয়ারি ‘অধিকার’ সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিন এলানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
নিউজ বাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম